নিজস্ব প্রতিবেদক
মে ০৩, ২০২০
০৭:৪৫ পূর্বাহ্ন
আপডেট : মে ০৩, ২০২০
০৭:৪৫ পূর্বাহ্ন
নিষেধাজ্ঞা সত্তে¡ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বিয়ের আনুষ্ঠানের আয়োজন করায় এক বরকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। বিয়ের অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও উপস্থিত ছিলেন।
জানা যায়, শুক্রবার (১ মে) উপজেলার উত্তর কুশিয়ারা ইউপির মহিদপুর গ্রামের নাজমুল ইসলামের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিয়েতে দাওয়াত খেতে উপস্থিত হন স্থানীয় ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমদ জিলু, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানসহ ইউনিয়ন পরিষদের দুই সদস্য। বিয়েতে প্রায় অর্ধশত মানুষের জমায়েত হয়েছিলেন।
এ বিষয়ে ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আহমদ জিলুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সিলেট মিররকে বলেন, ‘আমরা জনপ্রতিনিধিরা কিছু সামাজিক অনুষ্ঠানে না গিয়েও পারি না।’ বিয়েটা একদম পারিবারিকভাবে হয়েছে বলেও তিনি দাবী করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমেদ বলেন, ‘গত রাতে ফেঞ্চুগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠান হয়। ছবিতে দেখলাম সেখানে ৫-৭ জন মানুষ উপস্থিত হয়েছিলেন। তবে সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞা থাকার পরেও বিয়ে আয়োজন করায় বরপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এনএইচ-০৩/এএফ-১৬