বিশ্বনাথে ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদা দাবি

বিশ্বনাথ প্রতিনিধি


মে ০৩, ২০২০
০৬:১০ পূর্বাহ্ন


আপডেট : মে ০৩, ২০২০
০৭:২৫ পূর্বাহ্ন



বিশ্বনাথে ইউএনও’র মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদা দাবি

সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএও) মোবাইল নম্বর ক্লোন করে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার বিভিন্ন সময়ে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের মোবাইলে ইউএনও’র অফিসিয়াল নম্বর থেকে কল দিয়ে বরাদ্দ পাইয়ে দেওয়ার কথা বলে চাঁদা চাওয়া হয়। পরে ইউএনও নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানান। 

উপজেলার কয়েকটি স্কুল, কলেজ ও মাদরাসা প্রধানরা জানান, শনিবার বিভিন্ন সময়ে উপজেলার রামসুন্দর উচ্চ বিদ্যালয়, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ও লতিফিয়া ইরশাদিয়া দাখিল মারাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের ইউএনও’র নাম্বার থেকে ফোন করা হয়। ফোনে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্যে কম্পিউটার ও ল্যাপটপের জন্যে সরকারি বরাদ্দ এসেছে বলে জানানো হয়। এজন্যে প্রত্যেককে বিকাশে ৮-১০ হাজার টাকা দিতে হবে। টাকা দিলেই বরাদ্দ পৌছে দেওয়া হবে। এক পর্যায়ে কন্ঠস্বর শুনে প্রতিষ্ঠান প্রধানদের সন্দেহ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করে বিষয়টি ভুঁয়া বলে নিশ্চিত হন তারা।

এদিকে ঘটনা জানার পর ওই নাম্বারে যোগাযোগ করেন ইউএনও। পরিচয় গোপন রেখে, তিনি কৌশলে দুর্বৃত্তকে জানান, ‘এই ফোনে কথা শুনতে অসুবিধা হচ্ছে।’ পরে তাক্ষণিক ইউএনওকে বিকল্প একটি মোবাইল নাম্বার (০১৮৯৩৪৩২৫১৪) দেয় দুষ্টচক্র।

এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান সিলেট মিররকে বলেন, নাম্বার ‘ক্লোন’ করে টাকা হাতিয়ে নিতে চেয়েছিল দুর্বৃত্তরা। সবাই সচেতন থাকায় পারেনি। ইতিমধ্যে আমরা আইনি প্রক্রিয়ায় তাদের সনাক্ত করার চেষ্টা শুরু করেছি।

 

এমএএস-০১/এএফ-১৪