নিজস্ব প্রতিবেদক
মে ০৩, ২০২০
০৫:৪৬ পূর্বাহ্ন
আপডেট : মে ০৩, ২০২০
০৫:৪৬ পূর্বাহ্ন
মহামারি করোনাভাইরাসের কারণে অসহায় কর্মজীবী ও মধ্যবিত্ত পরিবারের সংকটে পাশে দাঁড়াতে উদ্বোধন করা হয়েছে আব্দুল জব্বার জলিল ফাউন্ডেশনের সেবামূলক কল সেন্টার। শনিবার (০২ মে) এ কল সেন্টারের উদ্বোধন করেন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। আব্দুল জব্বার জলিল ফাউন্ডেশন ও আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট সিলেট অঞ্চলের সভাপতি আব্দুল জব্বার জলিলের উদ্যোগে এ জরুরি সেবামূলক কল সেন্টার খোলা হয়েছে।
রবিবার (০৩ মে) থেকে এই সেবামূলক কল সেন্টার তাদের কার্যক্রম শুর করবে।
জরুরি সেবা গ্রহণ করার জন্য ০১৭৩৩৩০৯৮৬২ ও ০১৭৩৩৩০৯৮৬৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানেয়েছেন আব্দুল জব্বার জলিল। প্রতিদিন দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কল করে সেবাগ্রহীতারা প্রয়োজনীয় সেবা নিতে নাম তালিকাভুক্ত করতে পারবেন। সেবা গ্রহীতার নাম পরিচয় গোপন রেখে বাসায় বাসায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দেয়া হবে বলেও জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবদুল জব্বার জলিল, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের পরিচালক অজয় কুমার ধর, মদন মোহন কলেজের প্রভাষক আবুল কাশেম, আটাব আঞ্চলিক কমিটির সদস্য ইসমাইল হোসেন কয়েছ, আটাব সিলেট অঞ্চলের সাবেক যুগ্ম সচিব মাহমুদ আহমদ চৌধুরী, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সচিব জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বিএ-১০