জকিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জকিগঞ্জ প্রতিনিধি


মে ০৩, ২০২০
০২:৪৭ পূর্বাহ্ন


আপডেট : মে ০৩, ২০২০
০২:৪৭ পূর্বাহ্ন



জকিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিলেটের জকিগঞ্জে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি খলাছড়া ইউনিয়নের লোহারমহল গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল আলিম (৩০)। 

পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার (১ মে) রাতে জকিগঞ্জ থানার এসআই মোহন রায় ও এএসআই মখলেছুর রহমান সাহেদের নেতৃত্বে একদল পুলিশ লোহারমহল এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি আব্দুল আলিমকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে জিআর ২৯৮২/১৩ মামলায় দুই বছরের সাজাসহ আরও দু'টি গ্রেপ্তারি পরোয়ানা ছিলো।

আজ শনিবার (২ মে) জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

ওএফ/আরআর