গোলাপগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত

গোলাপগঞ্জ প্রতিনিধি


মে ০৩, ২০২০
১২:১১ পূর্বাহ্ন


আপডেট : মে ০৩, ২০২০
১২:১১ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্ত যুবকের (৩০) বাড়ি ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামে। 

আজ শনিবার (২ মে) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী। পেশায় নির্মাণ শ্রমিক ওই যুবক কাজের সূত্রে সুনামগঞ্জে ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন। রুটিন চেকআপের অংশ হিসেবে তার টেস্ট করা হলে করোনা পজেটিভ আসে। আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ২৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল শুক্রবার রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ বলে রিপোর্ট আসে। আক্রান্ত ব্যক্তিকে তার বাড়িতে রাখা হয়েছে। প্রয়োজনে তাকে হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে। তার সংস্পর্শে আসা ও পরিবারের সবার নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন। 

 

এফএমএ-০১/এনপি-০৫