সুনামগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী ট্রাক ফেরত পাঠাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক


মে ০২, ২০২০
১২:২৯ অপরাহ্ন


আপডেট : মে ০২, ২০২০
১২:২৯ অপরাহ্ন



সুনামগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী ট্রাক ফেরত পাঠাল পুলিশ

সিলেট শহরতলীর দক্ষিণ ‍সুরমার তেতলী বাইপাসের কাছে যাত্রীবাহী একটি ট্রাককে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। পুলিশ পরে যাত্রীসহ ট্রাককে আবার সুনামগঞ্জে ফেরত পাঠিয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেতলী এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত ১২টার দিকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে একটি ট্রাক সুনামগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। এসময় সুনামগঞ্জ বাইপাস দিয়ে এসে ঢাকা-সিলেট মহাসড়কের তেতলী এলাকায় এসে একটি পেট্রোল পাম্প থেকে জ্বালানি নিচ্ছিল ট্রাকটি। এসময় পুলিশের নজরে আসে বিষয়টি। পুলিশ প্রথমে চালক ও যাত্রীদের আটক করে। পরে তাদের আবার সুনামগঞ্জে ফিরিয়ে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল সিলেট মিররকে বলেন, ‘বেশ কয়েকজন যাত্রী নিয়ে সুনামগঞ্জ বাইপাস দিয়ে আসা একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছিল। পুলিশের দায়িত্বরত দল ট্রাকটিকে আটকে যাত্রী বহন না করার নির্দেশনা দিয়ে আবার সুনামগঞ্জ ফেরত পাঠিয়ে দেয়।’

 

এনএইচ-০১/এএফ-০৩