সিলেটে একদিনে করোনা আক্রান্ত ১১৫

সিলেট মিরর ডেস্ক


মে ০২, ২০২০
০৯:০০ পূর্বাহ্ন


আপডেট : মে ০২, ২০২০
১১:০২ পূর্বাহ্ন



সিলেটে একদিনে করোনা আক্রান্ত ১১৫

সিলেটে একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৫ জন। এর মধ্যে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে পরীক্ষায় ৯৯ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ল্যাবের পরীক্ষায় আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। 

আজ শুক্রবার (১ মে) দুটি ল্যাবে আলাদা পরীক্ষায় এই ফলাফল আসে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ‘সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে সবার নমুনা পরীক্ষায় জট সৃষ্টি হওয়ায় ৬৬৭টি নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ৭৮ জনের করোনা ধরা পড়েছে। এছাড়া হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার থেকে যাওয়া প্রায় ৪০০ নমুনার মধ্যে আরও ২১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, পাঠানো নমুনাগুলো ল্যাব আইডি দিয়ে পাঠানো হয়েছিল। যে কারণে এখনো কোন কোন রোগীর ফলাফল পজেটিভ এসেছে তা শনাক্ত করা যায়নি।

এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় আজ (শুক্রবার) সিলেট মিররকে জানান, আজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে মোট ১৬৭ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনের করোনা ভাইরাস ধরা পড়েছে।

 

এনসি-০৫/এএফ-১৮