সিলেট মিরর ডেস্ক
মে ০২, ২০২০
০৮:৩৬ পূর্বাহ্ন
আপডেট : মে ০২, ২০২০
০৮:৩৬ পূর্বাহ্ন
সিলেট নগরে বন্ধুমহলের উদ্যোগে ৩০০ রিক্সাচালক, ভাসমান মানুষের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (০১ মে) নগরের ক্বীনব্রীজ এলাকায় এসব ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
ইফতারসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
এসময় তিনি বলেন, করোনা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ যুদ্ধে জয়ী হতে হলে সবাইকে এক সঙ্গে মোকাবেলা করতে হবে। অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদেরকে ঘরে থাকার ব্যাপারে উৎসাহী করতে হবে। এতেই করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
শাকিল চৌধুরীর নেতৃত্বে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রাজেশ সরকার, জনি চৌধুরী, শাওন দেব, জনি পাল, রজত দেব, সনি কান্তি সে, মোহাম্মদ ছোটন প্রমুখ।
বিএ-১৫