নিজস্ব প্রতিবেদক
মে ০২, ২০২০
০৮:২৪ পূর্বাহ্ন
আপডেট : মে ০২, ২০২০
০৮:২৯ পূর্বাহ্ন
করোনা সংকটে ঘৃহবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বেষ্ট চয়েস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে। নগরের শাহী ঈদগাহ এলাকায় সংগঠনটির উদ্যেগে প্রতিদিন ১২০ জন অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রম চলছে। আজ শুক্রবারও (০১ মে) শাহী ঈদগাহ এলাকায় ১২০ জন অসহায় মানুষের মধ্যে এসব ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
সিলেট মহানগর যুবলীগের প্রতিষ্ঠাতা সদস্য ও সংগঠনের প্রতিষ্ঠাতা এমদাদুর রহমান ফরহাদ বলেন, করোনা সংকটের কারণে রমজানের শুরু থেকেই আমরা প্রতিদিন ১২০ জন অসহায় মানুষের হাতে ইফতার বক্স তুলে দিচ্ছি। তবে এ সংখ্যা আরও বাড়াতে চাই। সামনে ১৫০ বক্স করে ইফতারবক্স বিতরণের পরিকল্পনা রয়েছে আমাদের।
সংগঠনটির সঙ্গে স্বেচ্ছায় কাজ করছেন, অপ্লু আহমদ, হুমায়ুন কবির মাছুম, সামছুর রহমান, হিরা, তারেক আহমদ, সাকু আহমদ, কাজী জাহিদুল ইসলাম সাদী, জুনেদ আহমদ, কছির ভুুুইয়া, মইনুল ইসলাম বিজয়, নোবেল আহমদ, সুমন আহমদ, নোমান, হৃদয় আহমদ, জাকারিয়া, মামুন আহমদ প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ প্রতিনিধি ফরহাদ খান সুমন বলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ফরহাদ প্রবাসে থাকলেও দেশের প্রতি দেশের মানুষের প্রতি ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে তাকে সঙ্গে নিয়ে কাজ করছি। আমরা আমাদের এ কর্মকাণ্ড করোনা সংকট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু করেছিলাম। আমরা অসহায় মানুষের জন্য কাজ করে যেতে চাই।
সংগঠনের স্বেচ্ছাসেবক কাজী জাহিদুল ইসলাম সাদী জানান, করোনা সংকট ও রমজান উপলক্ষে প্রথমে শাহী ঈদগাহ এলাকার ৫০০ অসহায়, নিম্নবিত্ত পরিবারের ঘরে ১ সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর পরে নাম পরিচয় গোপন রেখে আরও ৭০টি মধ্যবিত্ত পরিবারকেও ১৫ দিনের খাদ্যসামগ্রী দেওয়া হয়।
বিএ-১৪