ছিন্নমূল মানুষের মধ্যে রেড ক্রিসেন্টের ইফতার বিতরণ

সিলেট মিরর ডেস্ক


মে ০২, ২০২০
০৭:৪৯ পূর্বাহ্ন


আপডেট : মে ০২, ২০২০
০৭:৪৯ পূর্বাহ্ন



ছিন্নমূল মানুষের মধ্যে রেড ক্রিসেন্টের ইফতার বিতরণ

সিলেট নগরের অসহায়-দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের আওতাধীন মাতৃমঙ্গল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ১দিনের বেতন ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের সহযোগিতায় ১০ দিনের ইফতার বিতরণ কর্মসূচী আজ শুক্রবার (০১ মে) বিকেলে উদ্বোধন করেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মো. আব্দুর রহমান জামিল।

যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সার্বিক সহযোগীতায় নগরের বিভিন্ন পয়েন্ট ও পাড়ার কলোনীতে বসবাসকারী নিম্নবিত্ত মানুষদের মধ্যে ২০০ প্যাকেট ইফতারসামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সাইফুর রহমান খোকন, সুয়েব আহমেদ, হাসপাতালের পরিচালক ডা. সুধাময় মজুমদার, কভিড-১৯ রেসপন্স টিমের সমন্বয়ক ও সাবেক যুব প্রধান মো. নাজিম খান, যুব প্রধান শাহানুর চৌধুরী সাথী, সাবেক যুব কার্যকরী সদস্য আফজাল হোসেন তুহিন, যুব সদস্য জাকারিয়া চৌধুরী, মুক্তাদিজ জামান, সুজন।

বিএ-১৩