নিজস্ব প্রতিবেদক
মে ০২, ২০২০
০২:৫৪ পূর্বাহ্ন
আপডেট : মে ০২, ২০২০
০২:৫৪ পূর্বাহ্ন
সিলেট নগরের চৌহাট্টা পয়েন্ট থেকে একজন অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। তবে এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি।
আজ শুক্রবার (১ মে) দুপুর ২টার দিকে চৌহাট্টা পয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক তৈয়বুর রহমান পাশা জানান, ‘আজ দুপুরে একজন আমাদের খবর দেয় চৌহাট্টা পয়েন্টে এক ব্যাক্তি পড়ে আছেন। আমরা সেখানে গিয়ে দেখি ব্যাক্তিটি মারা গেছেন। শুনেছি তিনি হযরত শাহজালাল মাজারে ভাসমানভাবে থাকতেন। তার লাশ উদ্ধার করে সুরতহালের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এনএইচ-০২/এএফ-১২