নিজস্ব প্রতিবেদক
মে ০২, ২০২০
০২:০০ পূর্বাহ্ন
আপডেট : মে ০২, ২০২০
০২:০০ পূর্বাহ্ন
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ১২২ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেটে ২৪ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ২৭ জন।
সিলেট বিভাগে নতুন করে কোয়ারেন্টিনে থেকে ছাড়পত্র পেয়েছেন ১৭১ জন। এর মধ্যে সুনামগঞ্জে ১০১ জন, হবিগঞ্জে ১৪৪ জন, মৌলভীবাজারে ১৪ জন ও সিলেটে ১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, সিলেট বিভাগে বর্তমানে মোট ৩ হাজার ১৩৮ জন কোয়ারেন্টিনে রয়েছে।
এনসি-০১/এএফ-১০