সাংবাদিকদের পিপিই দিলেন সাবেক সাংসদ এহিয়া

ওসমানীনগর প্রতিনিধি


মে ০২, ২০২০
০১:২৭ পূর্বাহ্ন


আপডেট : মে ০২, ২০২০
০১:২৭ পূর্বাহ্ন



সাংবাদিকদের পিপিই দিলেন সাবেক সাংসদ এহিয়া

করোনাভাইরাস থেকে সুরক্ষায় সিলেটের ওসমানীনগরের সাংবাদিকদের মধ্যে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীর এহিয়ার পক্ষ থেকে পিপিই ও সার্জিকেল মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে গোয়ালাবাজারস্থ ওসমানীনগর প্রেসক্লাবের নিজস্ব ভবনে সাংবাদিকদের হাতে এসব তুলে দেন সিলেট জেলা পরিষদের সদস্য আল-রাজী চৌধুরী, ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ছুফি মাহমুদ, উমরপুরের ইউপি সদস্য আমীরুল ইসলাম শিকদার ও সাবেক সাংসদের ব্যক্তিগত সচিব আবু বকর।

এ সময় সিলেট জেলা পরিষদের সদস্য আল-রাজী চৌধুরী বলেন, বর্তমান করোনা সংকটে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। এই তিন স্তরের মধ্যে সাংবাদিকরা সবচেয়ে বেশি উপেক্ষিত। কোথায় ঘরবন্দি মানুষ খাবার পাচ্ছে না, কোথায় ত্রাণ দেওয়া হচ্ছে বা কোন এলাকায় আতঙ্ক ছড়িয়েছে সে তথ্য আমরা সাংবাদিকদের কাছ থেকে পাই। কিন্তু তারা যদি সুরক্ষিত না থাকেন, তাহলে তাদেরসহ অন্যের জন্যও করোনার ঝুঁকি থেকে যায়। তাই সাবেক সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়ার পক্ষ থেকে সাংবাদিকদের পিপিই উপহার দেওয়া হচ্ছে।

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, উজ্জ্বল ধর, আনোয়ার হোসেন আনা, জয়নাল আবেদীন, আবুল কালাম আজাদ, সিতু সূত্রধর, আব্দুল মতিন, কবির আহমদ, রনিক পাল, ফয়ছল আহমদ, উজ্জ্বল দাশ, মলয় চক্রবর্তী প্রমুখ।

 

ইউডি/আরআর