গোলাপগঞ্জের কর্মহীন মানুষের পাশে এলিম

নিজস্ব প্রতিবেদক


মে ০১, ২০২০
০৮:৫০ পূর্বাহ্ন


আপডেট : মে ০১, ২০২০
০৮:৫০ পূর্বাহ্ন



গোলাপগঞ্জের কর্মহীন মানুষের পাশে এলিম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চলমান লকডাউনে থাকা গোলাপগঞ্জ উপজেলার অসহায় কর্মহীন দু:স্থ মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে মানুষের ঘরে ঘরে ধারাবাহিক ভাবে যাচ্ছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমেদ চৌধুরীর সহোদর, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, নর্থ ইষ্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ট্রাষ্টি বোর্ডের সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম। 

এরই ধারাবাহিকতায় তিনি বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের শুকনা, হাতঘরি, লরিফর, হাজিপুর নয়াপাড়া, এওলাটিকর গ্রামে ও লক্ষনাবন্দ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নোয়াই চকগ্রামে দুইশতাধিক অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

মঞ্জুর শাফি চৌধুরী এলিম এক মাসের বেশি সময় ধরে উপজেলার প্রতিটি ইউনিয়নের ঘরবন্দি ও অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে ও  জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের মাধ্যমে খাদ্যসামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেন।

দিনপব্যাপি খাদ্যসামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশাহিদ আলী, সাধারণ সম্পাদক নুরুল আলম, লক্ষনাবন্দ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ডা. ইব্রাহিম আলী, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি আনসার আলী, আওয়ামীলীগ নেতা অরুন দে, উপজেলা যুবলীগ নেতা মো. আব্দুল্লাহ আহমদ প্রমুখ।

বিএ-২৩