কানাইঘাটে এবাদ হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

কানাইঘাট প্রতিনিধি


মে ০১, ২০২০
০৮:২৫ পূর্বাহ্ন


আপডেট : মে ০১, ২০২০
০৮:৩২ পূর্বাহ্ন



কানাইঘাটে এবাদ হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ছত্রপুর গ্রামে গত বুধবার রাতে সংঘর্ষের সময় এবাদুর রহমান হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। নিহতের স্ত্রী নাছিমা বেগম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে আরও ৩-৪জনকে অজ্ঞাত আসামী করে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে থানায় মামলা (থানার মামলা নং- ১৭, তারিখ- ৩০/০৪/২০২০ইং) দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে। 

আটককৃতরা হলেন ছত্রপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে কামাল আহমদ (৪৫) ও মৃত তবারক আলী তবাইর পুত্র রহিম উদ্দিন (৫৫)। ঘটনার পর আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার জংলা বাজার ও গাছবাড়ী চৌমোহনী এলাকায় রাতভর অভিযান চালিয়ে এই দুইজনকে গ্র্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কামাল আহমদ, রহিম উদ্দিন গংদের সঙ্গে নিহত এবাদুর রহমান, করিম, হেলাল গংদের বিরোধ চলছিল। এ নিয়ে নিহত এবাদুর রহমানের পক্ষের লোকজন থানায় পূর্বে কামাল আহমদ গংদের বিরুদ্ধে মামলাও করেন। পূর্ব শত্রুতার জেরে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে গ্রামের জামে মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এবাদুর রহমানের ভাতিজা শিবলুকে মারধর করে প্রতিপক্ষ কামাল গংরা। তখন উপস্থিত লোকজন বিষয়টি মীমাংসা করে দিলেও পরবর্তীতে কামাল আহমদ গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এবাদুর রহমানের বসত বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালান। প্রতিপক্ষের এলোপাতাড়ি হামলায় এবাদুর রহমানসহ পরিবারের ৫ জন আহত হন। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকদের পরামর্শে এবাদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 

ঘটনার খবর পেয়েই পুলিশ তৎপর হয়। রাতেই অভিযানে নেমে বৃস্পতিবার ভোরে হত্যাকান্ডের সঙ্গে জড়িত কামাল আহমদ ও রহিম উদ্দিনকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ। 

ঘটনার পর আজ দুপুর ১২টায় ঘটনাস্থল পরিদর্শন করেন কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম ও থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ। তারা এবাদুর রহমান হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে নিহতের স্বজনদের আশ্বাস দেন।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত এবাদুর রহমান একজন দিনমজুর। তিনি এলাকায় নিরীহ হিসেবে চলাফেরা করতেন। তার ৪টি অবুঝ ছেলে-মেয়ে রয়েছে। যারা তাকে হত্যা করেছে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন তারা।

এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সিলেট মিররকে বলেন, ‘পূর্ব বিরোধের জের ধরে এক পক্ষের হামলায় এবাদুর রহমান আহত অবস্থায় মারা গেছেন। আমরা হত্যাকান্ডের সঙ্গে জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছি। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত আছে।‘ নিহতের লাশ সিওমেক হাসপাতালে মর্গে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’

 

এমআর-০২/এএফ-১৬