সিলেট মিরর ডেস্ক
মে ০১, ২০২০
০৭:২৬ পূর্বাহ্ন
আপডেট : মে ০১, ২০২০
০৮:১১ পূর্বাহ্ন
গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি, সমাজসেবক গোলাপ মিয়ার ব্যাক্তিগত উদ্যেগে লেঙ্গুড়া ইউনিয়নের ৫০০ দুস্থ, অসহয় পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলা আওয়ামীলীগের নেতাদের উপস্থিতি থেকে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয় ।
এসময় গোলাপ মিয়া বলেন, ভবিষ্যতে করোনাভাইরাস সংক্রমণের এই পরিস্থিতি উত্তরণ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।
গোইয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি গোলাপ মিয়া সমাজের বিত্তবানরাদেরও এগিয়ে আসার আহবান জানান।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাঈল আলী মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা, উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান মুজিব, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দীন, আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া রাসেল, নন্দির গাঁও ইউনিয়ন যুবলীগ নেতা মিজানুর রহমান, লেঙ্গুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জহির উদ্দীন, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উপজেলা যুবলীগের সদস্য নজরুল ইসলাম, ইজ্জত উল্লা, বেলাল আহমদ প্রমুখ।
বিএ-১৮