ওষুধের গাড়িতে করে নারায়ণগঞ্জ থেকে বিশ্বনাথে ১৫ জন

নিজস্ব প্রতিবেদক


মে ০১, ২০২০
০৩:৫১ পূর্বাহ্ন


আপডেট : মে ০১, ২০২০
০৩:৫৪ পূর্বাহ্ন



ওষুধের গাড়িতে করে নারায়ণগঞ্জ থেকে বিশ্বনাথে ১৫ জন
হোম কোয়ারেন্টিনে প্রেরণ

একটি ওষুধের গাড়িতে করে নারায়ণগঞ্জ থেকে সিলেটের বিশ্বনাথে এসেছেন ১৫ জন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোররাতে ওই গাড়ি বিশ্বনাথ উপজেলায় প্রবেশের সময় স্থানীয় জনতা তা আটকে দেন। পরে বিশ্বনাথ থানার পুলিশ গিয়ে ওই গাড়ির ভেতরে থাকা মোট ১৫ জনকে উদ্ধার করে।

জানা গেছে, আজ ভোররাতে মানুষ ভর্তি ওষুধ বহনের একটি কাভার্ড ভ্যান উপজেলার রামপাশা ইউনিয়নে প্রবেশ করে। কাভার্ড ভ্যানটি ঢাকার নারায়ণগঞ্জ থেকে ১৫ জন যাত্রী নিয়ে আসে। স্থানীয়দের সন্দেহ হলে ভ্যানটি আটক করে তারা পুলিশে খবর দেন। এ সময় চালক পালিয়ে যান। পরবর্তীতে পুলিশ গিয়ে সেই গাড়ি থেকে ৭ জন নারী, ২ জন পুরুষ এবং ৬ শিশুকে উদ্ধার করে।

পুলিশ জানায়, ভোররাতে ওই এলাকায় একটি ভ্যান প্রবেশ করলে স্থানীয় জনতা তার গতিরোধ করেন। পরে ভ্যানের দরজা খোলা হলে ভেতর থেকে বেরিয়ে আসেন ৯ জন নারী-পুরুষ ও ৬ শিশু। তারা সকলেই বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। তারা নারায়নগঞ্জের আড়াইহাজারে একটি ইটভাটায় কাজ করতেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মিররকে বলেন, নারায়ণগঞ্জ থেকে আসা নারী, পুরুষ ও শিশুদের বিশ্বনাথে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রীও দেওয়া হয়েছে। আর ওই কাভার্ড ভ্যানটি বিশ্বনাথ থানায় রাখা আছে। এর চালক এখনও পলাতক।

 

এনএইচ/আরআর