কোম্পানীগঞ্জে অভিযান : মামলা ও জরিমানা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


মে ০১, ২০২০
০৩:৩৯ পূর্বাহ্ন


আপডেট : মে ০১, ২০২০
০৩:৩৯ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে অভিযান : মামলা ও জরিমানা

সিলেটের কোম্পানীগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার দয়ারবাজার ও শান্তির বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য্য। তাঁর সঙ্গে ছিল কোম্পানীগঞ্জ থানার পুলিশ।

জানা গেছে, অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত ৫টি মামলায় মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করে। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্যসমূহ ধ্বংস করা হয় এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

চলতি রমজান মাসে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্য্য।

 

আরআর