বিয়ানীবাজারে যুবকের লাশ উদ্ধার

বিয়ানীবাজার প্রতিনিধি


মে ০১, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন


আপডেট : মে ০১, ২০২০
০২:৫০ পূর্বাহ্ন



বিয়ানীবাজারে যুবকের লাশ উদ্ধার

সিলেটের বিয়ানীবাজারে এক যুবকের 'আত্মহত্যার' খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার দুবাগ ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের আলা উদ্দিন মিয়ার পুত্র ছাদ হোসেন (২২) বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে একই গ্রামে তার ফুপুর বাড়িতে যান। পরে ফুপুর বাড়ির লোকজন দুপুর ১২টার দিকে দেখতে পান ছাদ হোসেন তাদের ঘরে গলায় দড়ি দিয়ে ঝুলে আছেন। খবর পেয়ে বিয়ানীবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঝুলন্ত ছাদ হোসেনের লাশ উদ্ধার করে।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক জানান, পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

এস এ/আরআর