নাবিল চৌধুরী
মে ০১, ২০২০
০২:৩৪ পূর্বাহ্ন
আপডেট : মে ০১, ২০২০
১২:২১ অপরাহ্ন
সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্সদের থাকার জন্য আবাসিক হোটেলের ব্যবস্থা করেছে স্বাস্থ্য বিভাগ। হোটেলে তাদের মানসম্পন্ন পরিবেশ ও খাবারের ব্যবস্থা নিশ্চিত করা হবে। নগরের দরগা গেইট এলাকার হোটেল হলি গেইটকে করোনা যোদ্ধাদের জন্য নির্ধারিত করা হয়েছে। সিলেটে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা যোদ্ধারা আগামীকাল শুক্রবার সেখানে উঠবেন।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন নুরে আলম শামীম সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হলি গেইট হোটেলে সিলেটের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সরা থাকবেন। চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য খাদিমনগরস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বিআরডিটিআই) রেস্ট হাউজও প্রস্তুত আছে।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে বলেন, ‘আমাদের চিকিৎসক, নার্সরা কাল শুক্রবার হলিগেইটে উঠবেন। আর বিআরডিটিআই রেস্ট হাউজ তো আছেই।’ তবে কত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী হোটেলে উঠবেন তা জানাতে পারেননি সুশান্ত।
হোটেল হলি গেইটের চেয়ারম্যান ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম শোয়েব সিলেট মিররকে বলেন, সিলেটের কেউ চিকিৎসক ও নার্সদের জন্য হোটেল দিতে চায় না। তাই আমরা এগিয়ে এসেছি। শুক্রবার থেকে চিকিৎসক ও নার্সরা হলি গেইটে উঠবেন। তবে এখনও এ বিষয়ে সমঝোতা স্মারক (এমইউ) সই হয়নি বলে জানান তিনি।
উল্লেখ , গত মঙ্গলবার বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা ও সার্বিক প্রস্তুতি দেখে সিলেটে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সংশ্লিষ্ট চিকিৎসক, সেবিকা (নার্স) ও স্বাস্থ্যকর্মীদের জন্য দুটি হোটেলের ব্যবস্থা করার নির্দেশ দেন।
এএফ/০৯