বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
মে ০১, ২০২০
১২:১২ পূর্বাহ্ন
আপডেট : মে ০১, ২০২০
১২:১২ পূর্বাহ্ন
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় আরেক একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দুইজনে দাঁড়ালো। আক্রান্তের বাড়ি উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামে। করোনা শনাক্তের পর আক্রান্তের বাড়ি লকডাউন করা হয়েছে।
জানা গেছে, গত ২৪ এপ্রিল দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের ওই বাড়িতে টাঙ্গাইল ফেরত এক যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তিনি পেশায় স্বর্ণের কারিগর। তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ ঘটনার পর তার সংস্পর্শে আশা ওই বাড়ির কেয়ারটেকারের (৪৫) নমুনা সংগ্রহ করে গত ২৬ এপ্রিল সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সকালে জানা যায় কেয়ারটেকারের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু ইসহাক আজাদ নতুন করোনা রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকালে কভিড-১৯ পজেটিভ হওয়ার বিষয়টি জানার পর আক্রান্ত যুবকের বাড়ি লকডাউন ও রোগীকে সিলেট শহীদ সামসুদ্দীন আহমদ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
এসএ-০১/এএফ-০৫