ওসমানীনগরে প্রথম কভিড-১৯ রোগী শনাক্ত

ওসমানীনগর প্রতিনিধি


এপ্রিল ৩০, ২০২০
১০:৪৩ অপরাহ্ন


আপডেট : মে ০১, ২০২০
১২:১৪ পূর্বাহ্ন



ওসমানীনগরে প্রথম কভিড-১৯ রোগী শনাক্ত

বাংলাদেশে করোনা সংক্রমণ শুরুর ৫৩তম দিনে সিলেটের ওসমানীনগর উপজেলায় প্রথম করোনাভাইরাসের আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের বাড়ি উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকদাড়া (নোয়াগাঁও) এলাকায়। 

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব, ওসমানীনগর) ডা. এইচ এম শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আক্রান্ত ব্যক্তি বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।’

জানা যায়, ওসমানীনগর উপজেলায় গত ১০ দিনে ৪৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। প্রথম ৪ জনের রিপোর্ট নেগেটিভ এলেও গতকাল বুধবার আসা রিপোর্টে ওসমানীনগরের ওই ব্যক্তির করোনা পজিটিভ পাওয়া যায়। 

ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘আমরা রোগীর বাড়িটি লকডাউনের প্রস্তুতি নিচ্ছি। ওই ব্যক্তি কার কার সাথে মিশেছেন বা কিভাবে আক্রান্ত হলেন তা একজন ডাক্তারের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।’ 

 

ইউডি-০১/এনপি-০৮