নুরুল ইসলাম ইছন আর নেই

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ৩০, ২০২০
০৯:১৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২০
১০:৩১ অপরাহ্ন



নুরুল ইসলাম ইছন আর নেই

সিলেট জেলা পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নুরুল ইসলাম ইছন আর নেই। 

গতকাল বুধবার (২৯ এপ্রিল) রাত রাত ১০টায় হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টায় রাখালগঞ্জ বাজারে অনুষ্ঠিত হবে। 

এদিকে, নুরুল ইসলাম ইছনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লুৎফুর রহমান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

এনপি-০৩