নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৩০, ২০২০
০৭:৫২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ৩০, ২০২০
০৯:২৪ পূর্বাহ্ন
সিলেট জেলায় নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।আক্রান্ত রোগী সিলেট সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৭।
আজ বুধবার (২৮ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তার করোনা পজিটিভ আসে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার মোট ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুইজনের করোনা পজিটিভ ফলাফল পাওয়া গেছে। এই দুইজনের মধ্যে একজন সিলেট জেলার বাসিন্দা। অন্য আরেকজনের এক সপ্তাহ আগেই করোনা শনাক্ত হয়েছিল। আজ বুধবার আবার তার শরীরের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস ধরা পড়ে। তিনি বর্তমানে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন।
এনসি/বিএ-২২