সিলেটে আরও ২৪২ জন কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৯, ২০২০
১০:২৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২০
১০:২৮ অপরাহ্ন



সিলেটে আরও ২৪২ জন কোয়ারেন্টিনে

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২৪২ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেটে ১৩ জন, সুনামগঞ্জে ১২৯ জন, হবিগঞ্জে ৫৬ জন ও মৌলভীবাজারে ৪১ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন তিনজন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৬৮ জন। এর মধ্যে সুনামগঞ্জে ৪৮ জন, হবিগঞ্জে ২৪ জন, মৌলভীবাজারে ৭২ জন ও সিলেটে ২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, সিলেট বিভাগে বর্তমানে মোট ৩ হাজার ৩৬৪ জন কোয়ারেন্টিনে আছেন। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) সুনামগঞ্জে দুইজন ও হবিগঞ্জে চার জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। 

 

এনসি-০১/এনপি-০৬