নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৯, ২০২০
০৭:৪২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৯, ২০২০
০৭:৫৫ পূর্বাহ্ন
সিলেট বিভাগে নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তাদের সবাই হবিগঞ্জের। এ নিয়ে সিলেট বিভাগে করোনা শনাক্ত হলো ১০৪ জনের। আর হবিগঞ্জে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫২
আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার মোট ৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪ জনের করোনা পজিটিভ ফলাফল পাওয়া গেছে। বাকি ৭৬ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
করোনা আক্রান্ত ৪ জনই মধ্যে তিনজন লাখাই উপজেলার এবং একজন হবিগঞ্জ সদর উপজেলার।
এনসি/এএফ-১৪