করোনা উপসর্গ নিয়ে শামসুদ্দিনে এক যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৯, ২০২০
০৬:৩৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২০
০৬:৪১ পূর্বাহ্ন



করোনা উপসর্গ নিয়ে শামসুদ্দিনে এক যুবকের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টায় ৩৫ বছর বয়সী এই যুবকের মৃত্যু হয়।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

তিনি বলেন, আজ মঙ্গলবার সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তি আজ বিকেলে হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন। তিনি সিলেট নগরের বাসিন্দা। মৃতের মধ্যে করোনার উপসর্গ থাকায় আমরা তার নমুনা সংগ্রহ করেছি।

তিনি আরও বলেন,  পরিবারের কাছে মৃতের মরদেহ হস্তান্তর করা হলেও কম সংখ্যক মানুষ নিয়ে দেহের সৎকার করার জন্য বলে দেয়া হয়েছে।

এনএইচ-০২/বিএ-১৭