সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৯, ২০২০
০৬:২০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৯, ২০২০
০৬:২০ পূর্বাহ্ন
খ্যাতিমান প্রকৌশলী জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটি। মঙ্গলবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন শোক ও দুঃখ প্রকাশ করে বার্তা দিয়েছেন।
শোকবার্তায় তাঁরা বলেন, বাংলাদেশের অগ্রগণ্য প্রকৌশলী ছিলেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। স্বাধীনতার পর থেকে দেশের ভৌত অবকাঠামোগত উন্নয়নে অবিরাম কাজ করে গেছেন তিনি। একুশে পদকপ্রাপ্ত এই শিক্ষকের মৃত্যুতে দেশ ও জাতি এক সূর্যসন্তানকে হারালো।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবার মরহুম জামিলুর রেজা চৌধুরীর বিদেহি আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
বিএ-১৫