সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৯, ২০২০
০৬:১০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৯, ২০২০
০৬:১০ পূর্বাহ্ন
অসহায় ও বৃদ্ধ মানুষদেরকে আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা জাস্ট হেল্প ফাউন্ডেশন এখন ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছে খাদ্যসামগ্রী। এর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জাস্ট হেল্প ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান মিজানুর রহমান মিজান (ইউকে). পরিচালনায় রয়েছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৈয়দ সাইদুল ইসলাম দুলাল (বাংলাদেশ)।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেট সুবিধবাজারস্থ কলাপাড়া এলাকায় কিছু অসহায় পরিবারের মাঝে সাহায্য প্রদান করা হয়।
এসময় তারা বলেন, ম্প্রতিক সময়ে এই করোনার ভয়াল আক্রমণে বাধ্য হয়েই জীবন রক্ষার যুদ্ধে নেমেছে বিশ্ববাসী। সেই যুদ্ধের অগ্রযোদ্ধার স্থানে প্রথমেই রয়েছেন চিকিৎসক, নার্স এবং সাস্থ্যকর্মীরা। যারা জীবন বাজি রেখে দিনরাত নিরলস চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন তাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের একান্ত কর্তব্য। আমাদের বাংলাদেশ একটি স্বল্প আয়তনের জনবহুল দেশ। তা সত্ত্বেও বাংলাদেশ সরকার সাধ্য অনুযায়ী এই করোনা পরিস্থিতি মোকাবেলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই সাথে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বিশেষ ভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে পুলিশসহ সকল প্রশাসনিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং মিডিয়া কর্মীগণ।
সৈয়দ সাইদুল ইসলাম দুলাল জানান, এই ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে দেশ যখন হিমশিম খাচ্ছে তখন সরকারের পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বিভিন্ন সমাজসেবী সংগঠন। এই করোনাভাইরাস মোকাবিলায় সরকার ঘোষিত সকল বিধিনিষেধ এবং করোনা সংক্রান্ত প্রতিটি নিয়মকানুন মেনে মানুষ সচেতন ভূমিকা পালন করলেই এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব।
বিএ-১৩