বালাগঞ্জে আব্দুল ওহাব কল্যাণ ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ

বালাগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৯, ২০২০
০২:১০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২০
০২:১০ পূর্বাহ্ন



বালাগঞ্জে আব্দুল ওহাব কল্যাণ ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শেখ আতিকুর রহমান বজলুর পিতার নামে প্রতিষ্ঠিত 'মো. আব্দুল ওহাব ওয়েলফেয়ার কল্যাণ ট্রাস্ট'র উদ্যোগে রমজান মাস উপলক্ষে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) মো. আব্দুল ওহাব ওয়েলফেয়ার কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকে’র নির্বাচিত ট্রাস্টি সমাজসেবক প্রবাসী শেখ আতিকুর রহমান বজলুর অর্থায়নে হোসেনপুর, বাবরকপুর, বড় বাবরকপুর, শেখপাড়া, মনোহরপুর, সিংরাকোনা ও কালিগঞ্জ গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া ট্রাস্টের পক্ষ থেকে আরও ৩০টি পরিবারকে নগদ ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

সাবানসহ খাদ্যসামগ্রীর তালিকায় ছিল, ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ছোলা, ১ কেজি লবণ ও ১ কেজি আলু।

ট্রাস্টি পরিবারের সদস্য শেখ সুহেল আহমদের তত্ত্বাবধানে ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আফজাল হোসেন আব্দালের পরিচালনায় হোসেনপুর গ্রামে খাদ্যসামগ্রী প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়নের চেয়ারম্যান মো. আনহার মিয়া ও বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নীল মনি সূত্রধর, ডা. নকুল বিশ্বাস নিলয়, সমাজকর্মী আব্দুল হাদী, ছাবুল আহমদ, বাবু মিয়া, আফিজ মিয়া, পুলক দাস দুরন্ত, ইকবাল আহমদ ইকু প্রমুখ।

খাদ্যসামগ্রী প্রদান অনুষ্ঠানে বোয়ালজুড় ইউপি'র চেয়ারম্যান মো. আনহার মিয়া বলেন, করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে প্রবাসীরা যেভাবে সহযোগিতার হাত প্রসারিত করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমি আশা করি সামাজিকভাবে দায়বদ্ধতা থেকে শেখ আতিকুর রহমান বজলুর এই মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বালাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম বলেন, চলমান সংকট কাটিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো প্রয়োজন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরণের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা সাফল্যের সঙ্গে বর্তমানের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হব। সকলে নিরাপদে থাকলে আমরা অচিরেই এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব।

 

এসএ/আরআর