ফুটপাতে নেওয়া হলো রিকাবীবাজারের কাঁচাবাজার

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৯, ২০২০
১২:২৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৯, ২০২০
০১:৪৯ পূর্বাহ্ন



ফুটপাতে নেওয়া হলো রিকাবীবাজারের কাঁচাবাজার

 

সামাজিক দূরত্ব নিশ্চিতে সিলেট নগরের রিকাবীবাজারের কাঁচাবাজার আলিয়া মাদরাসা মাঠ সংলগ্ন  ফুটপাতে স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে এ বাজার স্থানান্তর করা হয়।

এসময় সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী নির্দিষ্ট দূরত্ব মেনে অস্থায়ীভাবে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেন ব্যবসায়ীদের। জানা গেছে, সরকারের পক্ষ থেকে হাট ও বাজারের চৌহদ্দি (পেরিফেরি) থেকে কাঁচা-বাজার, মাছ-বাজার, শাক-সবজির বাজারসমূহ নিকটবর্তী সরকারি খাস বা অন্য কোনো সুবিধাজনক স্থানে নিয়ে যাওয়ার নির্দেশ ছিল। এই নির্দেশনা অনুযায়ী রিকাবীবাজারের কাঁচাবাজার স্থানান্তর করা হয়।

সিলেট সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী সিলেট মিররকে বলেন, সরকারি নির্দেশনা অনুয়ায়ী রিকাবীবাজারের কাঁচাবাজার স্থানান্তর করা হয়েছে। এখন থেকে চৌহাট্টা থেকে রিকাবীবাজার পর্যন্ত ফুটপাতের ওপর অস্থায়ী ভাবে কাঁচাবাজার বসবে।

 

এনসি-০৩/এনপি-১৩