সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৮, ২০২০
০২:১৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৮, ২০২০
০২:২২ পূর্বাহ্ন
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিলেট শাখার উদ্যোগে সিলেটের করোনা চিকিৎসা কেন্দ্র শহীদ শামছুদ্দিন হাসপাতাল এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবরেটরির জন্য চিকিৎসাসামগ্রী প্রদান করা হয়। এর মধ্যে ছিল কেএন-৯৫ মাস্ক, প্রোটিকটিভ গগলস এবং গ্লাভস।
আজ সোমবার (২৭ এপ্রিল) স্বাচিপের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দুটি প্রতিষ্ঠানের হাতে এসব চিকিৎসাসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট স্বাচিপের কোভিড-১৯ সমন্বয় কমিটির আহ্বায়ক ডা. মুজিবুল হক, সদস্য সচিব ডা. হারুনুর রশীদ ও উপদেষ্টা ডা. একিউএম আব্দুল হাই বেলাল।
শহীদ শামছুদ্দীন হাসপাতালের অধীক্ষক ব্রিগেডিয়ার ডা. ইউনুসুর রহমান ও আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র এসব সুরক্ষা সামগ্রী গ্রহণ করেন। মাইক্রোবায়োলজি বিভাগের পক্ষে সহকারী অধ্যাপক ডা. আনোয়ারুল হক, ডা. প্রেমানন্দ দাস ও ডা. শান্তনু দাস উপস্থিত ছিলেন।
এই কর্মসূচিতে সার্বিক সহযোগীতা করেন সিলেট স্বাচিপের আহ্বায়ক অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ, সদস্য সচিব অধ্যাপক ডা. এমএ আজিজ চৌধুরী, যুগ্ম আহবায়ক ডা. বাছিরুল ইসলাম টিপু এবং অপর যুগ্ম আহবায়ক ডা. মোহাম্মদ হোসেন রবিন প্রমুখ।
এএফ/০৭