সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৮, ২০২০
০২:০৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৮, ২০২০
০২:০৫ পূর্বাহ্ন
করোনা পরিস্থিতি ও রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নগরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি করপোরেশন। এসময় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
আজ সোমবার (২৭ এপ্রিল) সিসিকের ৩নং ওয়ার্ডের কাজলশাহ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন। এ সময় রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রাখতে এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের উৎসাহ দেওয়া হয়। তাছাড়া বাজারের দোকানের মূল্য তালিকা, করোনা প্রতিরোধ সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়ও দেখা হয়।
অভিযান পরিচালনাকালে সরকারি নির্দেশনা অমান্য করে কম্পিউটারের দোকান খোলা রাখায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে সিসিক'র ভ্রাম্যমাণ আদালত।
এএফ/০৬