বিশ্বনাথে ৯০০ পিস ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক

বিশ্বনাথ প্রতিনিধি


এপ্রিল ২৭, ২০২০
০৬:৫১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২০
০৮:২৭ পূর্বাহ্ন



বিশ্বনাথে ৯০০ পিস ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার দেওকলস ইউনিয়নের দূর্যাকাপন গ্রামের আবুল বাশার তুহিন (৪৫) ও তার স্ত্রী ছমিরুন বেগম (৪০)। 

আজ রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তির নেত্বত্বে একদল পুলিশ উপজেলার দেওকলস ইউনিয়নের দূর্যাকাপন গ্রামে অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী তুহিন ও তার স্ত্রী ছমিরুন বেগমকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।

ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, আটককৃতরা এলাকার চিহিৃত মাদক কারবারি। আগামকীকাল সোমবার তাদের আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান। 

 

এমএএস-০১/এএফ-০৯