কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কানু প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৭, ২০২০
০৫:২৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২০
০৫:২৬ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কানু প্রত্যাহার

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কানুকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রশাসনিক কারণে আজ রবিবার তাকে প্রত্যাহার করা হয়েছে।

জান গেছে, কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ ভাবে পাথর উত্তোলনে সহযোগীতা করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। সম্প্রতি এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ গণমাধ্যমে প্রকাশ হয়। মূলত এ কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে।

সম্প্রতি তিনি সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।

এনসি/বিএ-১৫