ওসমানীনগরে আরও ৫ জনের নমুনা সংগ্রহ

ওসমানীনগর প্রতিনিধি


এপ্রিল ২৭, ২০২০
০৩:০৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২০
০৩:০৫ পূর্বাহ্ন



ওসমানীনগরে আরও ৫ জনের নমুনা সংগ্রহ

সিলেটের ওসমানীনগরে চতুর্থ দফায় আরও ৫ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলার তাজপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে এই ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এ নিয়ে ৪ ধাপে ওসমানীনগরে মোট ২৬ জনের নমুনা সংগ্রহ করা হলো।

আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার তাজপুর ইউনিয়নের ৩ জন, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ১ জন ও বুরুঙ্গা ইউনিয়নের ১ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। তারা বরিশাল, ঢাকা ও হবিগঞ্জ থেকে এলাকায় ফিরেছেন।

তাজপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার গৌরী রানী দেবনাথ বলেন, আজ ৫ জনের নমুনা সংগ্রহ করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিসে প্রেরণ করা হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ২৬ জনের রক্তের নমুনা সংগ্রহ করা হলো। 

বালাগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা (ওসমানীনগরে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ডা. এইচ এম শাহরিয়ার জানান, এর আগে ওসমানীনগর থেকে গত ১৯, ২০ ও ২৩ এপ্রিল ৩ দফায় ২১ জনের রক্তের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তাদের রিপোর্ট এখনও আসেনি।

 

ইউডি/আরআর