জকিগঞ্জে ট্রাক থেকে ৫৭০ বস্তা সরকারি চাল লুট

জকিগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৭, ২০২০
০২:০৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২০
০২:০৩ পূর্বাহ্ন



জকিগঞ্জে ট্রাক থেকে ৫৭০ বস্তা সরকারি চাল লুট

সিলেটের জকিগঞ্জে গুদামে নেওয়ার পথে ট্রাকভর্তি ভিজিএফ এর ৫৭০ বস্তা চাল লুট করে নিয়ে গেছে স্থানীয় জনতা। পরে পুলিশ কিছু চাল উদ্ধার করেছে।

আজ রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটেছে।

জকিগঞ্জ উপজেলার মানিকপুর, কসকনকপুর ও বারঠাকুরী ইউনিয়নের ভিজিএফ এর সরকারি ডিলার যথাক্রমে খলিলুর রহমান, আব্দুল মুকিত ও আজিজুর রহমান। কালিগঞ্জ বাজারে রয়েছে তাদের চালের গোডাউন। গতকাল শনিবার (২৫ এপ্রিল) তারা ভিজিএফ এর ১৭ মেট্রিক টন (৫৭০ বস্তা) চাল উত্তোলনের পর সিলেট থেকে পুষ্টি মিক্স করেন। এগুলো নিজেদের ইউনিয়নে ১০ টাকা দামে বিক্রি করার জন্য আজ রবিবার সকালে কালিগঞ্জ বাজারে নিয়ে আসার জন্য রওয়ানা দেন। সকাল সাড়ে ১০টার দিকে বাজারে প্রবেশের পর স্থানীয় কিছু মানুষ ট্রাকের উপর হামলে পড়ে। পরে আরও প্রায় অর্ধশত মানুষ এসে ট্রাকভর্তি চাল লুট করে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও খাদ্য অফিসের লোকজন এসে কিছু চাল উদ্ধার করেন।

কালিগঞ্জ খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ওসি (এলএসডি) আব্দুল করিম জানান, সিলেটের মেঘনা রাইস মিল থেকে পুষ্টি মিশিয়ে ডিলারের গোডাউনে পৌঁছে দেওয়ার পথে কিছু লোক এসে চাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে তিনি এগিয়ে গেলে চাল লুটকারীরা তাকে লাঞ্ছিত করে।

জকিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিজন কুমার কুমার সিংহ জানান, যে চাল লুট হয়েছে তার কাগজপত্র ঠিক আছে। তবুও বিষয়টি তদন্ত করবে পুলিশ। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

আরআর