করোনা আক্রান্তের তালিকায় সাতক্ষীরা জেলাও

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৭, ২০২০
০১:২৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২০
০১:২৯ পূর্বাহ্ন



করোনা আক্রান্তের তালিকায় সাতক্ষীরা জেলাও

দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর গত ৪৯ দিনে দেশের ৬৪টি জেলার মধ্যে ৬০টি জেলায়ই একে একে শনাক্ত হয় করোনা রোগী। এতদিন করোনা থেকে নিজেদের রক্ষা করতে পেরেছিল সাতক্ষীরা জেলা। এবার করোনা আক্রান্ত জেলাগুলোর তালিকায় ৬১ নম্বর জেলা হিসেবে তারাও অন্তভূক্ত হলো। সেখানে এক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক জয়ন্ত কুমার জানান, রবিবার সকালে পাওয়া রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। বর্তমানে ওই স্বাস্থ্যকর্মী সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন। তিনি যশোর জেলার শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে দায়িত্বরত।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত বলেন, স্বাস্থ্যকর্মীর বাড়িতে মেডিকেল টিম পাঠানো হচ্ছে। তার শারীরিক অবস্থা দেখেই চিকিৎসার জন্য পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ওই স্বাস্থ্যকর্মী বাড়ি থেকে নিয়মিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করতেন।

 

এএফ/০৭