যুক্তরাজ্যের নাগরিকদের ফেরাতে সিলেট থেকে আরও চার ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৭, ২০২০
১২:৪২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৭, ২০২০
১২:৪২ পূর্বাহ্ন



যুক্তরাজ্যের নাগরিকদের ফেরাতে সিলেট থেকে আরও চার ফ্লাইট
চারটি ফ্লাইটে গেছেন ৫২৫ জন

ঢাকায় যুক্তরাজ্যের হাই কমিশনের ফেসবুক পাতা

সিলেটে অবস্থানরত যুক্তরাজ্যের নাগরিকদের দেশে ফিরিয়ে নিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা হয়ে আরও চারটি ফ্লাইট লন্ডন যাবে।

ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন আজ রবিবার (২৬ এপ্রিল) সকালে হাইকমিশনের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন। সিলেট থেকে ইতোমধ্যে চারটি ফ্লাইট গেছে। সর্বশেষ আজ রবিবার সকাল ১১টায় যুক্তরাজ্যের ১০১ জন নাগরিককে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে যায়। চার দফায় যুক্তরাজ্যের ৫২৫ জন নাগরিক সিলেট ছেড়েছেন বলে জানিয়েছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ। 

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে প্রথম দফায় চারটি ফ্লাইটে যুক্তরাজ্যের ৮শ নাগরিকের দেশে ফেরার ব্যবস্থা করে ঢাকায় দেশটির হাইকমিশন। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট এবং ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের ফেসবুক পেজ থেকে জানা গেছে, প্রথম দফায় চারটি ফ্লাইটের পর এবার আরও পাঁচটি ফ্লাইট যুক্তরাজ্যের নাগরিকদের ঢাকা থেকে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে। ওই পাঁচটি ফ্লাইট এপ্রিলের ২৯ এবং মে মাসের ১, ৩, ৫ ও ৭ তারিখ ঢাকা ছেড়ে যাবে। এর মধ্যে ৩ মের ফ্লাইটটি যুক্তরাজ্যের নাগরিকদের সরাসরি ঢাকা থেকে লন্ডনে নিয়ে যাবে। বাকি চারটি ফ্লাইট সিলেটে অবস্থানরত যুক্তরাজ্যের নাগরিকদের ঢাকা হয়ে লন্ডন নিয়ে যাবে। বৃটিশ এয়ারওয়েজের ভাড়া করা বিমানে বাংলাদেশ ছাড়ছেন যুক্তরাজ্যের নাগরিকেরা।

যুক্তরাজ্যের পর্যটক, স্বল্পতম সময়ের জন্য বাংলাদেশে বেড়াতে আসা যুক্তরাজ্যের নাগরিক এবং তাদের ওপর নির্ভরশীল লোকজনকে এসব ফ্লাইটে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যুক্তরাজ্য ফিরতে যে সব লোকজন এরই মধ্যে কর্পোরেট ট্রাভেল ম্যানেজমেন্টে (সিটিএম) নিবন্ধিত হয়েছেন, তাদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই। এতে যুক্তরাজ্যের কোন নাগরিকের দেশে ফেরাকে জটিল করবে। রবার্ট গিবসন জানান, প্রথম দফার শেষ বা চতুর্থ ফ্লাইট আজ রবিবার বিকেলে যুক্তরাজ্যের নাগরিকদের নিয়ে ঢাকা ছাড়ছে। 

এনপি-১৪