হাসপাতালের সামনে অজ্ঞাত ব্যক্তির লাশ

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৬, ২০২০
১১:২১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৬, ২০২০
১১:২১ অপরাহ্ন



হাসপাতালের সামনে অজ্ঞাত ব্যক্তির লাশ

 

কাজলশায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সামনের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে সিলেট মিররকে নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমদ।

তিনি জানান, অজ্ঞাত ওই ব্যক্তির বয়স ৫০ থেকে ৫৫। তার নাম ঠিকানা পাওয়া যায়নি। লোকটি মানসিক ভারসাম্যহীন হতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা। লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

 এনসি-০৪/এনপি-১০