শামসুদ্দিনে আশঙ্কাজনক তিনজন

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৬, ২০২০
১১:১২ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৬, ২০২০
১১:১২ অপরাহ্ন



শামসুদ্দিনে আশঙ্কাজনক তিনজন
চিকিৎসাধীন ২১ জন

 

করোনা আক্রান্ত ও কডিভ-১৯ এর উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২১ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ১২ জন করোনা আক্রান্ত রোগী জন করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সবশেষ আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় করোনার উপসর্গ নিয়ে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার এক তরুণ (১৮) ভর্তি হয়েছেন। তিনি আজ সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান।  সেখান থেকে তাকে শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হয়।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র সিলেট মিররকে বলেন, ‘হাসপাতালে বর্তমানে ২১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে একজন করোনা আক্রান্ত রোগীসহ জনের অবস্থা  কিছুটা সংকটজনক। বাকিদের শারীরিক অবস্থা ভালো।

 এনসি-০৩/এনপি-০৯