ওসমানীর পরীক্ষায় আরও দুই করোনা আক্রান্ত শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৬, ২০২০
০৯:২৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৬, ২০২০
১০:২০ পূর্বাহ্ন



ওসমানীর পরীক্ষায় আরও দুই করোনা আক্রান্ত শনাক্ত

সিলেটে আরও দুইজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আজ শনিবার (২৫ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা শেষে দুইজনের করোনা পজেটিভ আসে। 

বিষয়টি নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে বলেন, ‘ওসমানী মেডিকেলে আজ শনিবার করোনা পরীক্ষাগারে ১৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২ জনের করোনা পজেটিভ আসে।’

জানা গেছে, আক্রান্ত দুইজনের একজন হবিগঞ্জের এবং অন্যজন মৌলভীবাজারের বাসিন্দা। এ নিয়ে হবিগঞ্জ জেলা একই দিনে ২১ জন করোনা আক্রান্ত শনাক্ত হলেন। 

 

এনসি-০৪/এএফ-২৩