সাংবাদিক রেজা রুবেলের উপর হামলা

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৬, ২০২০
০৮:০১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৬, ২০২০
০৮:০৪ পূর্বাহ্ন



সাংবাদিক রেজা রুবেলের উপর হামলা

দৈনিক শ্যামল সিলেটের আলোকচিত্রি রেজা রুবেলের উপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় নগরের আখালিয়ার ধানুহাটারপাড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ধানুহাটারপাড়ে স্থানীয়দের উদ্যোগে গলির মূখে বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে লকডাউন করা হয়। তবে স্থানীয় যুবকেরা গলির ভেতরে আড্ডা দিতে দেখা যায়। শনিবার সন্ধ্যায় রেজা রুবেল তাদের করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিতের অনুরোধ করলে তার উপর এ হামলা চালানো হয়।  

আলোকচিত্রি রেজা রুবেল সিলেট মিররকে বলেন, সন্ত্রাসী মানিকুর রহমান মানিকসহ ১৭-১৮ সন্ত্রাসী আমরা উপর হামলা চালিয়েছে। পরে তারা আমার বাসার সিসি ক্যামেরা মেশিন তারা নিয়ে গেছে।  আমার ক্যামেরাও তারা নিয়ে গেছে।

কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে মানিকুর রহমান মানিকের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এনসি/বিএ-১৫