সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৬, ২০২০
০৬:৫৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৬, ২০২০
০৬:৫৯ পূর্বাহ্ন
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে। আজ শনিবার (২৫ এপ্রিল) ৫টার দিকে তাকে অসুস্থ অবস্থায় তাকে শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হয়। পরে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা সিলেট মিররকে নিশ্চিত করেছেন সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, পাঁচ বছরের এ শিশুটি দীর্ঘদিন থেকে লিভারের সমস্যায় ভুগছিল। শিশুটি করোনা পজেটিব ছিল। আজ রাত আটটার দিকে তার মৃত্যু হয়। হবিগঞ্জ থেকে অ্যাম্বুলেন্স আসলে তার লাশ পাঠানো হবে। সংক্রমন বিধি মেনে তার লাশ দাহ্য করা হবে।
এনএইচ/এএফ-২২