কোম্পানীগঞ্জে চার শতাধিক পরিবারে বারকি শ্রমিক সমিতির ত্রাণ বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৬, ২০২০
০৬:২৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৬, ২০২০
০৬:৩১ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে চার শতাধিক পরিবারে বারকি শ্রমিক সমিতির ত্রাণ বিতরণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বারকি শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামের চার শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় স্থানীয় টুকের বাজারে সমিতির কার্যালয়ে ৪১৫ টি পরিবারকে পাঁচ কেজি করে চাল, এক কেজি করে ডাল, তেল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা অলী আহমদ চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বারকি শ্রমিক সমিতি লিমিটেডের সভাপতি মো. মজনু মিয়া, সহ সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম, কর্যকরি সদস্য মিজানুর রহমান, জাহের আলী, আমির হোসেন, জসিম উদ্দিন।

এছাড়াও সমিতি’র সাবেক সভাপতি আব্দুল জলিল, চান মিয়া, সাধারণ সম্পাদক আউয়াল মিয়া, মুক্তিযোদ্ধা সিদ্দিক মিয়া, ব্যবসায়ী রহিজ মিয়া ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন।

এএফ/১৯