উজ্জ্বল ধর, ওসমানীনগর
এপ্রিল ২৬, ২০২০
০৬:১৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৬, ২০২০
০৬:১৭ পূর্বাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুর টোল প্লাজা থেকে মধ্যপ্রাচ্যের দেশ ওমান ফেরত ১৭ প্রবাসীকে আটক করেছে পুলিশ। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি মিনিবাসে করে তারা কিভাবে ওসমানীনগর পর্যন্ত চলে এলেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছেন।
আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার কাহিনগর গ্রামের আকরাম আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৯), একই জেলার ছাতক থানার দীকনা চাকনপাড় গ্রামের বিরাই মিয়ার ছেলে শাহাব উদ্দিন (৩২), একই থানার কটালপুর গ্রামের তেরাব আলীর ছেলে আনছার আলী (২৪) তেসনি গ্রামের আরশ আলীর ছেলে সুহেল আহমদ (৩৩), দক্ষিণ খুরমা গ্রামের সুন্দর আলীর ছেলে নবী হােসেন (৩৪), রায় মত্তাশপুর গ্রামের জামিল হোসেনের ছেলে মারুফ আহমদ (২২), দোয়ারাবাজার থানার কাহিরনগর গ্রামের ফিরোজ আলীর ছেলে ছাইদ আলী (২৪), মোহাব্বাৎপুর গ্রামের বসন্ত মোহন সিংহ এর ছেলে অরুন চন্দ্র (৩৭), জামাল পুর থানার বনশ্রীপুর গ্রামের মৃত মজর আলীর ছেলে আব্দুল হাফিজ (৩০), বীর মাদাসারা গ্রামের মো: মনু মন্ডলের ছেলে মো: মোতালেব (৩৭), দক্ষিণ সুনামগঞ্জ থানার মিটাকই গ্রামের আবুল হোসেনের ছেলে জুবায়ের আহমদ (২০), সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বানিগাও গ্রামের হাফিজ উল্লার ছেলে কাছিম আলী (৩৩), খারমাপুর গ্রামের মৃত আব্দুল লতিবের ছেলে আছলাম মিয়া (৩২), ইলাশপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে দয়াল আহমদ (৩৫), গোয়াইনঘাট থানার গুরুকুচি গ্রামের বশির আহমদের ছেলে জিয়াউর রহমান (২৮), চরেরগ্রাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বদরুল আলম (২৭) ও জকিগঞ্জ থানার হুটারগ্রাম গ্রামের মঈনুল হকের ছেলে বাবুল আহমদ (৩১)।
জানা গেছে, শনিবার দুপুর দেড়টায় উপজেলার শেষ সীমান্ত মহাসড়কের শেরপুর টোল প্লাজা নামক স্থানে দু’টি মিনিবাস (নং-ঢাকা মেট্রো চ-১৯-১৯৮৮ এবং ঢাকা মেট্রো চ -১৯-৭১০৯) আটক করে সেখানে দায়িত্বরত পুলিশ। এ সময় মিনিবাস থেকে ১৭জন ওমান ফেরত যাত্রীকে নামায় পুলিশ। যাত্রীরা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, ওমানে তারা অবৈধ অবস্থায় ছিল। তাই ওমান সরকার তাদের দেশে পাঠিয়েছে। একটি বিশেষ বিমানে ওমান থেকে ২৮৮ প্রবাসী গতকাল শুক্রবার সন্ধ্যার পর ঢাকায় এসে পৌঁছান। এরপর শনিবার সকালে তারা দুটি মিনিবাস রিজার্ভ করে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শেরপুর টোল প্লাজায় পুলিশি চেকপোস্টে ১৭জন প্রবাসীকে আটক করা হয়েছে। উর্ধ্বতন কর্তপক্ষের নির্দেশে তাদের স্ব স্ব থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে তাদের প্রশাসনের মাধ্যমে বাড়িতে হোম কোয়ারেইনটাইনে পাঠানো হবে। এর আগে পুলিশের পক্ষ থেকে প্রবাসীদের করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়।’
এএফ/১৮