নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৬, ২০২০
০২:৫১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৬, ২০২০
০৪:১৫ পূর্বাহ্ন
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের নামে চাঁদাবাজির অভিযোগ একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নগরের মির্জা জাঙ্গাল এলাকার নির্ভানা ইন হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক রাজিব রায় (৪৭) নগরের রামের ধিঘিরপারের মৃত রাকেশ চন্দ্র রায়ের ছেলে এবং ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন রায়ের ছোট ভাই।
জানা গেছে, সিলেট কমার্স কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুহিবুর রহমানের কাছে ফোন করে শফিউল আলম নাদেলের নামে করোনাভাইরাসে অসহায়দের সহায়তার অজুহাতে চাঁদা দাবি করেন রাজীব। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাদের অবহিত করেন মুহিবুর রহমান। পরে ফাঁদ পেতে নির্ভানা ইন হোটেলের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া সিলেট মিররকে জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শফিউল আলম চৌধুরী নাদেলর নামে চাঁদাবাজির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। বিস্তারিত পরে জানাচ্ছি।
এনসি/বিএ-০৫