নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৬, ২০২০
১২:০৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৬, ২০২০
১২:২৭ পূর্বাহ্ন
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৫ এপ্রিল) ভোর ৫ টায় তার মৃত্যু হয়। মৃতের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ( আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, আজ ভোর ৫ টায় হবিগঞ্জ সদর উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। তার করোনা উপসর্গ ছিল। মৃত্যুর আগেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ রাতে সেই রিপোর্ট আসতে পারে। সংক্রমণ বিধি অনুযায়ী তার দাফন করা হবে।
এনএইচ-০১/এএফ-১৪