কোয়ারেন্টিনে ওসমানী হাসপাতালের ৭৮ ইন্টার্ন চিকিৎসক

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৫, ২০২০
০৬:১৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৫, ২০২০
০৬:৩০ পূর্বাহ্ন



কোয়ারেন্টিনে ওসমানী হাসপাতালের ৭৮ ইন্টার্ন চিকিৎসক

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি- এইচএম শহিদুল ইসলাম

সহকর্মীর করোনাভাইরাস পরীক্ষার ফলাফল পজেটিভ আসার পর কোয়ারেন্টিনে রাখা হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৭৮ ইন্টার্ন চিকিৎসককে। তাদের সবার নমুনা পরীক্ষা করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি সিলেট মিররকে বলেন, ‘হাসপাতালের ৭৮ ইন্টার্ন চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের অধিকাংশের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাকিদের নমুনা সংগ্রহ করা হবে।’ ইন্টার্নরা হোস্টেলে নিজেদের কক্ষেই কোয়ারেন্টিনে রয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে গত বুধবার ওসমানী হাসপাতালের যে ইন্টার্ন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হন, তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

জানা গেছে, ওই চিকিৎসক সম্প্রতি এমবিবিএস পরীক্ষা দিয়ে নিজের বাড়ি ঢাকার গাজীপুরে চলে যান। কয়েকদিন আগে তিনি সিলেটে এসে ওসমানী হাসপাতালে কাজে যোগ দেন। এরপর তার শরীরের নমুনা পরীক্ষা করা হয়। তাতে তিনি পজিটিভ শনাক্ত হন।

প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল ওসমানী হাসপাতালের গাইনি বিভাগে এক নারী করোনায় আক্রান্ত ধরা পড়ার পর ওই বিভাগে কাজ করা ১৯ চিকিৎসক ও ১৪ নার্সসহ ৪৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। তবে তাদের মধ্যে কেউ পজিটিভ সনাক্ত হননি।

 

এএফ/১৫