সিলেটে একদিনে আরও ১৬ জন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ২৪, ২০২০
০৯:২৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
১০:১০ পূর্বাহ্ন



সিলেটে একদিনে আরও ১৬ জন করোনা রোগী শনাক্ত

সিলেটে নতুন করে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তরা সিলেট বিভাগের মৌলভীবাজার ছাড়া বাকি তিন জেলায় বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে করোনা পরীক্ষায় ১৬ জনের ফলাফল পজেটিভ আসে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, ‌আজ ওসমানী মেডিকেলের করোনা পরীক্ষাগারে ১৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনের করোনা পজেটিভ আসে।' তবে আক্রান্তরা কোন জেলা বা উপজেলার সে বিষয়ে বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।

তবে অন্য সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার ৫জন, সুনামগঞ্জের ৮ জন এবং হবিগঞ্জ জেলার ৩ জন রয়েছেন। এর মধ্যে হবিগঞ্জের বাহুবল, আজিমিরিগঞ্জ ও মাধবপুরে একজন করে রােগী রয়েছেন। 

এ নিয়ে সিলেট বিভাগে মোট করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হলেন ৪৯ জন। এর মধ্যে সিলেট জেলার এক চিকিৎসক এবং মৌলভীবাজার জেলার আরেকজন মারা গেছেন। 

 

এনসি/এএফ